
বিকল এক্স রে মেশিন। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। এই অবস্থায় রোগী ভোগান্তি চরমে।
স্থানীয় সূত্রে খবর, সম্পূর্ণ কোতুলপুর ব্লক ছাড়াও আশে পাশের একাধিক ব্লক ও হুগলি জেলার সামান্য কিছু অংশের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। কিন্তু এক মাসেরও বেশী সময় এই হাসপাতালে এক্সরে পরিষেবা বন্ধ। ফলে বারবার এসে ফিরে যেতে হচ্ছে। এমনকি এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ দিয়েই দায় সেরেছে বলে অনেকেই দাবি করেন।
দায়িত্বপ্রাপ্ত টেকনিসিয়ান দিলীপ মিশ্র বলেন, প্রায় একমাস এক্সরে মেশিন খারাপ, বিষয়টি ‘স্যার’কে জানানো আছে বলেও তিনি দাবি করেন।
কোতুলপুরের বিএমওএইচ ডাঃ দেবাঞ্জন ঘোষ বলেন, আমাদের হাসপাতালে মাত্র একটিই এক্সরে মেশিন, সেটিও আবার খুব পূরাণো। এক্সরে মেশিন খারাপ থাকায় সমস্যা বাড়ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো আছে, খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।