
তাজা বোমা উদ্ধার হল সাঁইথিয়ার দক্ষিন সিজা গ্রামে। মাঠের মধ্যে প্লাষ্টিকের জারে তাজা বোমা মজুত রয়েছে বলেই পুলিশ সুত্রে জানা গিয়েছে। বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরই বোমা গুলি নিস্ক্রিয় করা হবে। দিন কয়েক আগে এই দক্ষিণ সিজা গ্রামে একটি বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ হয়। বাড়ির একটি দেওয়াল ভেঙে পরে। আর তার একদিন পরই সাঁইথিয়ার আকুডিহি গ্রামেও একটি বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ হয়। মাটির দেওয়াল ভেঙে পরে। গতকাল ওই গ্রামে খরের গাদা থেকে বোমা উদ্ধার করে পুলিশ।