
কালীঘাট অভিযানের ডাক চাকরিহারাদের। সল্টলেকে এস এস সি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে চাকরিহারাদের। এস এস সি ভবনের সামনে থেকে বাসে করে হাজরা মোড়ে যাবে চাকরহারারা। ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে সল্টলেকে এস.এস.সি ভবন অভিযানের কর্মসূচি শুরু করে চাকরিহারারা। United Teaching and Non-Teaching Forum -2016* এর তরফ থেকে সোমবার হাজরা মোড় থেকে কালীঘাট অভিযান এর ডাক দেওয়া হয়েছে। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে নিজেদের দাবী নিয়ে ডেপুটেশন দেবে চাকরিহারারা।